Song : Jhoriye DaoSinger/Band : SHUNNOAlbum : Single TrackBand : Shunnoচুপচাপ বসে তুমি মেঘের আড়ালে,দূতেরা তোমায় নিয়ে গান লিখে যাবে। তোমার পথ চেয়ে সারাটা জীবনআমার দিন রাত আজ হয়েছে পাগল।এই মন কিছু বোঝে না,জীবন তোমাকে ছাড়া। ঝরিয়ে দাও, অসীম অগোচরে,ঝরিয়ে দাও... ঝরিয়ে দাও, বৃষ্টির সুর ধরে,ঝরিয়ে দাও,
0 comments: