Monday, November 27, 2017

Easy Dhokla recipe

গুজরাটি খামান ধোকলা ও পুদিনার চাটনি।

রেসিপিঃ
উপকরনঃ
বেসন ২৫০ গ্রাম
সুজি ৩ চা চামচ
চিনি ২ চা চামচ
আদা-রসুন বাটা ১/২ চা চামচ এর কম
কাঁচামরিচ পেস্ট ৩ টা 
লবন পরিমান মত
তেল ৩ টেবিল চামচ 
হলুদ গুড়া অল্প (১/৩ চা চামচ)
বেকিংপাউডার ১ চা চামচ
বেকিং সোডা অল্প(১/৩ চা চামচ)
পানি পরিমান মত ( বেশি পাতলা হবে না বেটার টি আবার বেশি ঘন ও হবে না) 
চাশনিঃ
তেল ২ টেবিল চামচ
কালো সরিষা ১/২ চামচ এর কম
কাচা মরিচ
লবন পরিমান মত
চিনি ২ চা চামচ 
পানি ৫০০ গ্রাম

প্রস্তুতপ্রণালীঃ বেসন টা ভাল মত চেলে নিতে হবে। চাসনির উপকরন বাদে, উপরের সব উপকরন এক সাথে ভাল মত মিক্স করে নিতে হবে। কোন দানা দানা যেন না থাকে। একটা বাটি তে তেল ব্রাশ করে তাতে ধোকলার বেটার টা ঢেলে নিতে হবে। চুলায় একটি হাড়িতে পানি দিয়ে তাতে একটা স্টান্ড বসিয়ে দিতে হবে স্টান্ড এর নিচে পানি থাকবে এমন ভাবে সেট করতে হবে।তারপর ধোকলার বাটি টি স্টিমে দিত হবে ২৫ মিনিট এর জন্য। টুথপিক দিয়ে চেক করবেন হয়েছে কি না। 
চাশনির জন্য কড়াই তে তেল দিন তাতে সরিষা দিন তারপর কাচা মরিচ ফালি দিন কিছুক্ষন হলে তাতে পানি লবন ও চিনি দিন ভাল মত ফুটাতে হবে। তারপর হয়ে গেলে কিছুটা ঠান্ডা করে ধোকলার উপরে অল্প অল্প করে ঢেলে দিন। 
পুদিনার চাসনিঃ
পুদিনা পাতা ১ কাপ
ধনে পাতা ১/২ কাপ
কাঁচামরিচ ৪ টা
লবন পরিমান মত
লেবুর রস ১ টেবিল চামচ
ধোকলা থেকে যে সাইড কাটা বা উপরের আবরন টা কেটে রাখা হবে সেটা দিলে পুদিনার চাটনি ট ঘন হবে।
সব একক সাথে পানি দিয়ে ব্লেন্ড করলেই তৈরি চাটনি।
Unknown  /  at  5:10 AM  /  No comments

গুজরাটি খামান ধোকলা ও পুদিনার চাটনি।

রেসিপিঃ
উপকরনঃ
বেসন ২৫০ গ্রাম
সুজি ৩ চা চামচ
চিনি ২ চা চামচ
আদা-রসুন বাটা ১/২ চা চামচ এর কম
কাঁচামরিচ পেস্ট ৩ টা 
লবন পরিমান মত
তেল ৩ টেবিল চামচ 
হলুদ গুড়া অল্প (১/৩ চা চামচ)
বেকিংপাউডার ১ চা চামচ
বেকিং সোডা অল্প(১/৩ চা চামচ)
পানি পরিমান মত ( বেশি পাতলা হবে না বেটার টি আবার বেশি ঘন ও হবে না) 
চাশনিঃ
তেল ২ টেবিল চামচ
কালো সরিষা ১/২ চামচ এর কম
কাচা মরিচ
লবন পরিমান মত
চিনি ২ চা চামচ 
পানি ৫০০ গ্রাম

প্রস্তুতপ্রণালীঃ বেসন টা ভাল মত চেলে নিতে হবে। চাসনির উপকরন বাদে, উপরের সব উপকরন এক সাথে ভাল মত মিক্স করে নিতে হবে। কোন দানা দানা যেন না থাকে। একটা বাটি তে তেল ব্রাশ করে তাতে ধোকলার বেটার টা ঢেলে নিতে হবে। চুলায় একটি হাড়িতে পানি দিয়ে তাতে একটা স্টান্ড বসিয়ে দিতে হবে স্টান্ড এর নিচে পানি থাকবে এমন ভাবে সেট করতে হবে।তারপর ধোকলার বাটি টি স্টিমে দিত হবে ২৫ মিনিট এর জন্য। টুথপিক দিয়ে চেক করবেন হয়েছে কি না। 
চাশনির জন্য কড়াই তে তেল দিন তাতে সরিষা দিন তারপর কাচা মরিচ ফালি দিন কিছুক্ষন হলে তাতে পানি লবন ও চিনি দিন ভাল মত ফুটাতে হবে। তারপর হয়ে গেলে কিছুটা ঠান্ডা করে ধোকলার উপরে অল্প অল্প করে ঢেলে দিন। 
পুদিনার চাসনিঃ
পুদিনা পাতা ১ কাপ
ধনে পাতা ১/২ কাপ
কাঁচামরিচ ৪ টা
লবন পরিমান মত
লেবুর রস ১ টেবিল চামচ
ধোকলা থেকে যে সাইড কাটা বা উপরের আবরন টা কেটে রাখা হবে সেটা দিলে পুদিনার চাটনি ট ঘন হবে।
সব একক সাথে পানি দিয়ে ব্লেন্ড করলেই তৈরি চাটনি।

Posted in: , , Read Complete Article»

0 comments:

চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা আতিক্কা পিঠা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা আতিক্কা পিঠা । আমার অনেক পছন্দের একটি পিঠা
রেসিপি:
উপকরন:বিন্নি চাউল ১ কেজি
কলা (বাংলা কলাতে বেশি মজা হয়) ১ ডজন
নারকেল কোরানো (১ টা নারকেল )
চিনি বা পাটালী গুড় পরিমান মত
কলা পাতা
লবন স্বাদমত

পদ্ধতি : বিন্নি চাউল ধুয়ে ৬/৭ ঘন্টা ভিজিয়ে রাখুন ।
এরপর ঝাঝড়িতে পানি ঝরিয়ে নিন। একটি বোলে 
সব উপকরন(কলা পাতা ছাড়া) একসাথে মাখুন ।
টেবিল চামচের ২ চামচ করে কলা পাতার একপাশে 
দিয়ে পাটির মতো মুড়িয়ে নিন ।কলা পাতার
সাইজ ৫:৭।এভাবে সবগুলো করুন (যতগুলো হয় )।
প্রেসার কুকারে (৫/৬লিটারের)এক মগ পানি দিন।
এতে স্টেন্ড বসিয়ে দিন ।কলা পাতায় মোড়ানো 
চাউলের মিশ্রনগুলো পাশাপাশি করে বসান ।
মাঝারি আঁচে ৫/৬ শিষ দিলে চুলা বন্ধ করে দিন ।
১০ মিনিট পর ঢাকনা খুলুন ।ব্যস হয়ে গেল ।
Unknown  /  at  5:05 AM  /  No comments

চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা আতিক্কা পিঠা । আমার অনেক পছন্দের একটি পিঠা
রেসিপি:
উপকরন:বিন্নি চাউল ১ কেজি
কলা (বাংলা কলাতে বেশি মজা হয়) ১ ডজন
নারকেল কোরানো (১ টা নারকেল )
চিনি বা পাটালী গুড় পরিমান মত
কলা পাতা
লবন স্বাদমত

পদ্ধতি : বিন্নি চাউল ধুয়ে ৬/৭ ঘন্টা ভিজিয়ে রাখুন ।
এরপর ঝাঝড়িতে পানি ঝরিয়ে নিন। একটি বোলে 
সব উপকরন(কলা পাতা ছাড়া) একসাথে মাখুন ।
টেবিল চামচের ২ চামচ করে কলা পাতার একপাশে 
দিয়ে পাটির মতো মুড়িয়ে নিন ।কলা পাতার
সাইজ ৫:৭।এভাবে সবগুলো করুন (যতগুলো হয় )।
প্রেসার কুকারে (৫/৬লিটারের)এক মগ পানি দিন।
এতে স্টেন্ড বসিয়ে দিন ।কলা পাতায় মোড়ানো 
চাউলের মিশ্রনগুলো পাশাপাশি করে বসান ।
মাঝারি আঁচে ৫/৬ শিষ দিলে চুলা বন্ধ করে দিন ।
১০ মিনিট পর ঢাকনা খুলুন ।ব্যস হয়ে গেল ।

Posted in: , , Read Complete Article»

0 comments:

Sunday, November 26, 2017

দাঁত ব্যথার প্রাকৃতিক নিরাময় How to Relife from tooth problem

দাঁত ব্যথার প্রাকৃতিক নিরাময় 👉
দাঁত ব্যথার কারন :
দাঁত ব্যথার প্রধান কারণ হলো ডেন্টাল ক্যারিজ বা দাঁত ক্ষয় রোগ ! দাঁত ক্ষয় রোগে সাধরণত দাঁতের কোন অংশে গর্ত হয়ে যায় ও দাঁত ব্যথা করে ! দাঁত ব্যথার অন্যান্য কারণগুলো হচ্ছে আক্কেল দাঁতের সমস্যা , মাঢ়িতে ইনফেকশন ,পুঁজ হওয়া , আঘাতের কারণে দাঁতে ফাটল, ক্যারিজ ইত্যাদি ।
নিরাময় :
১:গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করতে থাকুন যতক্ষণ সম্ভব ! দাঁত ব্যথা কমে যাবে ।
২:ভ্যানিলা ভিজিয়ে পানি তুলায় ভিজিয়ে দাঁতে ধরে রাখুন ! দাঁত ব্যথা কমে আসবে ।
৩:আপেল সাইডার ভিনেগার তুলায় লাগিয়ে দাঁতের সাথে ধরে রাখলে ব্যাথা কমে আসে ।
৪:আক্রান্ত দাঁত দিয়ে একটুকরো আদা চিবিয়ে নিন ! দাঁত ব্যথা কমে যাবে !
৫:রসুন থেঁতো করে লবণ দিয়ে দাঁতের গোড়ায় চেপে রাখুন ! দাঁত ব্যথায় আরাম পবেন !
৬:চিনি ও দুধ ছাড়া গরম চায়ের লিকার খান ! দাঁত ব্যথায় সাময়িক আরাম পাবেন ।
৭:সরিষা তেলের সাথে এক চিমটি লবণ মিশিয়ে আক্রান্ত দাঁতের ডলে দিন ! এতে দাঁত ব্যথা কমে যায় ।
৮:কয়েক ফোটা লেবুর রস আক্রান্ত দাঁতে দিলে দাঁত ব্যথা কমানো যায় !
৯:এক টুকরা তাজা পেঁয়াজ আক্রান্ত মাড়ি বা দাঁতে রেখে দাঁত ব্যথা কমানো সম্ভব !
১০:প্রতিদিন রাতে ঘামানোর আগে দাঁত ব্রাশ করে ঘুমোতে যান ! সকালে নাস্তার পরে আবার দাঁত ব্রাশ করুন !
💢দাঁত থাকতে দাঁতের মূল্য না বুঝলে পরে আফসোস করতে হবে !
Unknown  /  at  6:51 AM  /  No comments

দাঁত ব্যথার প্রাকৃতিক নিরাময় 👉
দাঁত ব্যথার কারন :
দাঁত ব্যথার প্রধান কারণ হলো ডেন্টাল ক্যারিজ বা দাঁত ক্ষয় রোগ ! দাঁত ক্ষয় রোগে সাধরণত দাঁতের কোন অংশে গর্ত হয়ে যায় ও দাঁত ব্যথা করে ! দাঁত ব্যথার অন্যান্য কারণগুলো হচ্ছে আক্কেল দাঁতের সমস্যা , মাঢ়িতে ইনফেকশন ,পুঁজ হওয়া , আঘাতের কারণে দাঁতে ফাটল, ক্যারিজ ইত্যাদি ।
নিরাময় :
১:গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করতে থাকুন যতক্ষণ সম্ভব ! দাঁত ব্যথা কমে যাবে ।
২:ভ্যানিলা ভিজিয়ে পানি তুলায় ভিজিয়ে দাঁতে ধরে রাখুন ! দাঁত ব্যথা কমে আসবে ।
৩:আপেল সাইডার ভিনেগার তুলায় লাগিয়ে দাঁতের সাথে ধরে রাখলে ব্যাথা কমে আসে ।
৪:আক্রান্ত দাঁত দিয়ে একটুকরো আদা চিবিয়ে নিন ! দাঁত ব্যথা কমে যাবে !
৫:রসুন থেঁতো করে লবণ দিয়ে দাঁতের গোড়ায় চেপে রাখুন ! দাঁত ব্যথায় আরাম পবেন !
৬:চিনি ও দুধ ছাড়া গরম চায়ের লিকার খান ! দাঁত ব্যথায় সাময়িক আরাম পাবেন ।
৭:সরিষা তেলের সাথে এক চিমটি লবণ মিশিয়ে আক্রান্ত দাঁতের ডলে দিন ! এতে দাঁত ব্যথা কমে যায় ।
৮:কয়েক ফোটা লেবুর রস আক্রান্ত দাঁতে দিলে দাঁত ব্যথা কমানো যায় !
৯:এক টুকরা তাজা পেঁয়াজ আক্রান্ত মাড়ি বা দাঁতে রেখে দাঁত ব্যথা কমানো সম্ভব !
১০:প্রতিদিন রাতে ঘামানোর আগে দাঁত ব্রাশ করে ঘুমোতে যান ! সকালে নাস্তার পরে আবার দাঁত ব্রাশ করুন !
💢দাঁত থাকতে দাঁতের মূল্য না বুঝলে পরে আফসোস করতে হবে !

Posted in: Read Complete Article»

0 comments:

Friday, November 24, 2017

Welcome To Jamidar City

Jamidar City
Jamidar City -  জমিদার সিটি

জমিদার সিটি – স্থানীয় জমিদার প্রকল্পের মূল মালিক । জমিদার সিটি আপনার স্থায়ী ঠিকানা নির্মাণ করে। জমি দিচ্ছে স্থানীয় জমিদার প্লট কিনে হউন আপনি জমিদার
জমিদার সিটি
পূর্বাচল ড্রিম ইটালিয়ান প্রপার্টিজ লিমিটেড
Purbachal Dream Italian Properties Ltd.
Purbachal Group.
জমিদার সিটিতে আপনি কেন প্লট কিনবেন ?

  • স্থানীয় জমিদার প্রকল্প মালিক
  • জমি রেজিস্ট্রি করে দিচ্ছি ও ভরাট কাজ চলছে।
  • প্রকল্পে গ্যাস ও বিদ্যুৎ বর্তমান।
  • পানি, নিজস্ব বিদ্যুৎ ও সৌর বিদ্যুৎ বাবস্থা আমাদের অঙ্গীকার।
  • প্রকল্পের ভিতরে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, শিশুদের বিনোদন পার্ক, হাসপাতাল, শপিংমল, কাঁচাবাজার, বাংক, বীমা, ডাকঘর, কমিউনিটি সেন্টার, হোটেল ও রিসোর্ট, ওয়াটার ফ্রন্ট, রেস্টুরেন্ট, কনভেনশন হল, পার্টি সেন্টার, জিমনেশিয়াম, ফিটনেস সেন্টার, এমিউজম্যান্ট পার্ক, ব্রিক্রিয়েশন পার্ক, প্লে-গ্ৰাউন্ড, স্পা সেন্টার, বিউটি পার্লারসহ বিভিন্ন নাগরিক সুবিধা।
  • মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থান, সমাধিস্থান, বেবি কেয়ার সেন্টার, ও শেষ ঠিকানা নামে বয়স্ক আবাসন ( Old Care Center ) রয়েছে।
  • মোট জমির প্রায় ৩০% ইউটিলিটি সার্ভিসেস ও নাগরিক সুবিধাদির জন্য আইনানুসারে সংরক্ষিত রাখা হয়েছে।
  • সাৰ্ব্বক্ষনিক নিরাপত্তার ব্যবস্থায় অব: সৈনিক ও আনসার বাহিনী দ্বারা গঠিত নিরাপত্তা প্রহরী থাকবে।
  • জমিদার সিটিতে আপনার সাধ্যের কথা ভেবে রকমারী প্লট যেমন- তিন কাঠা, চার কাঠা, পাঁচ কাঠা, সাড়ে সাত কাঠা, দশ কাঠা ও এক বিঘার প্লট ক্ৰয়ের ব্যবস্থা রয়েছে।
  • প্রকল্পে পুলিশ ষ্টেশন, বিপি এড় কলেজ, পলিটেকনিক ইন্সিটিউট, সিনিয়র মাদ্রাসা, হাই স্কুল, মডেল স্কুল ও কলেজ বর্তমান। তাছাড়া পূর্বাচল ইউনিভার্সিটি (সাইন্স এন্ড টেকনোলজী) নির্মানাধীন।
  • দক্ষ স্থপতি, পরিবেশবিদ ও শহর পরিকল্পনাকারীদের দ্বারা প্রকল্পটির পরিকল্পনা করা হয়েছে। সহজ শর্তে দীর্ঘ মেয়াদী কিস্তির মাধ্যমে প্লটের মূল্য পরিশোধের সুযোগ রয়েছে।
Purbachal Group






Tags:- Purbachal, Land / Plot Developer company list in Bangladesh, Plots and Land in Bangladesh | Lamudi, Prospect of Real Estate Business in Bangladesh - Assignment Point, builders in bangladesh, bangladeshi real estate, rehab members in bangladesh, amin mohammad lands development ltd., top 20 real estate companies in bangladesh, best real estate company in bangladesh, landmark development ltd., real estate company in dhaka, land definition business,definition of land in economics, uses of land, legal definition of land, characteristics of land, definition of land pdf, what is land in agriculture, labor definition economics, Purbachal New Town at Yousufgonj and Rupgonj - RAJUK, Purbachal New Town - Wikipedia, Welcome to Purbachal Italian City, Purbachal New Town 'to be ready by 2018' | The Daily Star, Will Purbachal become another mess? | Dhaka Tribune, Purbachal to be first smart city by 2018 | Dhaka Tribune, Rajuk Purbachal New Town রাজউক পূর্বাচল উপশহর - Home | Facebook, Rajuk Purbachal plot sale in Land - bdnews24 classifieds, RAJUK to allow house construction in Purbachal New Town by 2018 ..., rajuk purbachal plot price, purbachal city map, purbachal plot owner, rajuk purbachal plot allotment list, rajuk purbachal map sector 9, rajuk purbachal map sector 23, rajuk purbachal map sector 10, rajuk purbachal map sector 22, New Town, Kolkata - Wikipedia, New Town - Wikipedia, New towns movement - Wikipedia, New towns in the United Kingdom - Wikipedia, New Town, Prague - Wikipedia, Newtown - Wikipedia, rajarhat new town kolkata new town movie, new towns definition, concept of new town, Top Real Estate Developer Companies in Bangladesh - Rehab Housing, new town, kolkata india, new town kolkata map, new town film, new town school kolkata, town meaning, town definition, characteristics of a town, town example, what is the difference between a town and a city, town population, definition of a village, towns names, real estate wiki, what is real estate business all about, real estate band, real estate commercial, real estate rent, real estate uk, real estate melbourne, real estate definitions, business definitions, business plural, kinds of business, business google, business' or business's, list of businesses, business synonym, busyness,
Unknown  /  at  10:48 PM  /  No comments

Jamidar City
Jamidar City -  জমিদার সিটি

জমিদার সিটি – স্থানীয় জমিদার প্রকল্পের মূল মালিক । জমিদার সিটি আপনার স্থায়ী ঠিকানা নির্মাণ করে। জমি দিচ্ছে স্থানীয় জমিদার প্লট কিনে হউন আপনি জমিদার
জমিদার সিটি
পূর্বাচল ড্রিম ইটালিয়ান প্রপার্টিজ লিমিটেড
Purbachal Dream Italian Properties Ltd.
Purbachal Group.
জমিদার সিটিতে আপনি কেন প্লট কিনবেন ?

  • স্থানীয় জমিদার প্রকল্প মালিক
  • জমি রেজিস্ট্রি করে দিচ্ছি ও ভরাট কাজ চলছে।
  • প্রকল্পে গ্যাস ও বিদ্যুৎ বর্তমান।
  • পানি, নিজস্ব বিদ্যুৎ ও সৌর বিদ্যুৎ বাবস্থা আমাদের অঙ্গীকার।
  • প্রকল্পের ভিতরে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, শিশুদের বিনোদন পার্ক, হাসপাতাল, শপিংমল, কাঁচাবাজার, বাংক, বীমা, ডাকঘর, কমিউনিটি সেন্টার, হোটেল ও রিসোর্ট, ওয়াটার ফ্রন্ট, রেস্টুরেন্ট, কনভেনশন হল, পার্টি সেন্টার, জিমনেশিয়াম, ফিটনেস সেন্টার, এমিউজম্যান্ট পার্ক, ব্রিক্রিয়েশন পার্ক, প্লে-গ্ৰাউন্ড, স্পা সেন্টার, বিউটি পার্লারসহ বিভিন্ন নাগরিক সুবিধা।
  • মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থান, সমাধিস্থান, বেবি কেয়ার সেন্টার, ও শেষ ঠিকানা নামে বয়স্ক আবাসন ( Old Care Center ) রয়েছে।
  • মোট জমির প্রায় ৩০% ইউটিলিটি সার্ভিসেস ও নাগরিক সুবিধাদির জন্য আইনানুসারে সংরক্ষিত রাখা হয়েছে।
  • সাৰ্ব্বক্ষনিক নিরাপত্তার ব্যবস্থায় অব: সৈনিক ও আনসার বাহিনী দ্বারা গঠিত নিরাপত্তা প্রহরী থাকবে।
  • জমিদার সিটিতে আপনার সাধ্যের কথা ভেবে রকমারী প্লট যেমন- তিন কাঠা, চার কাঠা, পাঁচ কাঠা, সাড়ে সাত কাঠা, দশ কাঠা ও এক বিঘার প্লট ক্ৰয়ের ব্যবস্থা রয়েছে।
  • প্রকল্পে পুলিশ ষ্টেশন, বিপি এড় কলেজ, পলিটেকনিক ইন্সিটিউট, সিনিয়র মাদ্রাসা, হাই স্কুল, মডেল স্কুল ও কলেজ বর্তমান। তাছাড়া পূর্বাচল ইউনিভার্সিটি (সাইন্স এন্ড টেকনোলজী) নির্মানাধীন।
  • দক্ষ স্থপতি, পরিবেশবিদ ও শহর পরিকল্পনাকারীদের দ্বারা প্রকল্পটির পরিকল্পনা করা হয়েছে। সহজ শর্তে দীর্ঘ মেয়াদী কিস্তির মাধ্যমে প্লটের মূল্য পরিশোধের সুযোগ রয়েছে।
Purbachal Group






Tags:- Purbachal, Land / Plot Developer company list in Bangladesh, Plots and Land in Bangladesh | Lamudi, Prospect of Real Estate Business in Bangladesh - Assignment Point, builders in bangladesh, bangladeshi real estate, rehab members in bangladesh, amin mohammad lands development ltd., top 20 real estate companies in bangladesh, best real estate company in bangladesh, landmark development ltd., real estate company in dhaka, land definition business,definition of land in economics, uses of land, legal definition of land, characteristics of land, definition of land pdf, what is land in agriculture, labor definition economics, Purbachal New Town at Yousufgonj and Rupgonj - RAJUK, Purbachal New Town - Wikipedia, Welcome to Purbachal Italian City, Purbachal New Town 'to be ready by 2018' | The Daily Star, Will Purbachal become another mess? | Dhaka Tribune, Purbachal to be first smart city by 2018 | Dhaka Tribune, Rajuk Purbachal New Town রাজউক পূর্বাচল উপশহর - Home | Facebook, Rajuk Purbachal plot sale in Land - bdnews24 classifieds, RAJUK to allow house construction in Purbachal New Town by 2018 ..., rajuk purbachal plot price, purbachal city map, purbachal plot owner, rajuk purbachal plot allotment list, rajuk purbachal map sector 9, rajuk purbachal map sector 23, rajuk purbachal map sector 10, rajuk purbachal map sector 22, New Town, Kolkata - Wikipedia, New Town - Wikipedia, New towns movement - Wikipedia, New towns in the United Kingdom - Wikipedia, New Town, Prague - Wikipedia, Newtown - Wikipedia, rajarhat new town kolkata new town movie, new towns definition, concept of new town, Top Real Estate Developer Companies in Bangladesh - Rehab Housing, new town, kolkata india, new town kolkata map, new town film, new town school kolkata, town meaning, town definition, characteristics of a town, town example, what is the difference between a town and a city, town population, definition of a village, towns names, real estate wiki, what is real estate business all about, real estate band, real estate commercial, real estate rent, real estate uk, real estate melbourne, real estate definitions, business definitions, business plural, kinds of business, business google, business' or business's, list of businesses, business synonym, busyness,

Posted in: Read Complete Article»

0 comments:

Thursday, November 16, 2017

100 Kitchen tips অত্যাবশকীয় ১০০টি সাংসারিক টিপস

অত্যাবশকীয় ১০০টি সাংসারিক টিপস !!
জেনে রাখুন পরে কাজে লাগবে।
নিজে শিখুন ও অন্যকে জানার সুযোগ দিন।
১। অনেকদিন বন্ধ থাকা বা অব্যবহৃত ঘর খুললে একটা ভ্যাপসা গন্ধ বের হয়। দু-তিনটে দেশলাই কাঠি জ্বালালে দু-তিন মিনিটের মধ্যে ঘর থেকে গন্ধ চলে যাবে।
২। চিনির পাত্রের মধ্যে দু-চারটি লবঙ্গ দিয়ে রাখলে পিঁপড়ে ঢুকবে না।
৩। চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে এক ফোঁটা ভিনিগার দিয়ে কাঁচ পালিশ করুন।
৪। কাঠের আসবাবপত্র ঠাণ্ডা চা-পাতা ফোটানো জল দিয়ে পালিশ করুন। ঝকঝকে হয়ে উঠবে।
৫। ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন। দাগ উঠে যাবে।
৬। ফ্লানেলের টুকরো গ্লিসারিনে ভিজিয়ে দাগধরা জানালার কাঁচে ঘষুন। কাঁচ ঝকঝক করবে। কাঠ বা স্টিলের টেবিলে ঘষুন। সেখানকার দাগ উঠবে।
৭। জানালা, দরজার কাঁচ ঝকঝকে করে তুলতে মিহি চক গুঁড়োর সঙ্গে জল আর স্পিরিট অথবা কেরোসিন মিশিয়ে কিছুক্ষণ কাঁচের ওপর মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে খবরের কাগজ দিয়ে মুছে নিন।
৮। ডিটারজেন্টের সঙ্গে একটা লেবুর রস ও এক চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের টাইলস ঘষে দেখুন, কেমন ঝকঝক করে।
৯। হাতব্যাগের ধাতব অংশগুলিতে ন্যাচারাল কালারের নেলপালিশের এক প্রস্থ প্রলেপ দিয়ে রাখুন। সহজে বিবর্ণ হবে না।
১০। ছোট্ট একটুকরো ফ্লানেল বা কম্বলের কাপড়ে পাতিলেবুর রস মাখিয়ে চামড়ার ব্যাগ বা স্যুটকেশে ঘষলে। চামড়ার ঔজ্বল্ল্য বাড়বে।
১১। ঘরে চড়ুই পাখি বাসা বাঁধতে চায়। যদি চড়ুই পাখি তাড়াতে চান তাহলে ঘরের দরজা জানালা বন্ধ করে দু-চার টুকরো কর্পূর জ্বালিয়ে দিন। আর ঘরমুখো হবে না।
১২। গ্যাসস্টোভের বার্নারে ময়লা ঢুকে গেলে বাড়িতে পরিষ্কার করার সহজ উপায় হল অ্যালুমিনিয়াম স্টিল বা লোহার বালতিতে ফুটন্ত জল ঢেলে তাতে দু টেবিল চামচ ড্রেনেক্স (Drainex) পাউডার গুলে বার্নার দুটি তার মধ্যে দু ঘণ্টা ডুবিয়ে রাখুন। জলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ধুয়ে নিন।
১৩। গরম পোশাক বা সিল্কের পোশাক ধোওয়ার পর যদি ইউক্যালিপটাস তেল মেশানো জলে ডুবিয়ে নেন তাহলে পোকায় কাটার ভয় থাকবে না। পোশাকের ঔজ্বল্ল্য বাড়বে। এক বালতি জলে তেলের পরিমাণ হবে দু-টেবিল চামচ।
১৪। উলের পোশাক ধোওয়ার পর এক বালতি জলে আধ চামচ গ্লিসারিন দিয়ে তাতে ডুবিয়ে নিন। পোশাকের নরম ভাব বজায় থাকবে।
১৫। বাচ্চাদের জামাকাপড় বা কাঁথায় যদি তার বমির দুর্গন্ধ থেকে যায়, তবে কাচার পর জলে আধ চামচ বেকিং সোডা মিশিয়ে তাতে জামাকাপড় ডুবিয়ে নেবেন। দুর্গন্ধ দূর হবে।
১৬। ইস্ত্রি করার সময় কাপড়ে যে জল ছেটান তাতে কয়েক ফোঁটা পারফিউম ফেলে দিন। ইস্ত্রি হওয়া গোটা কাপড়টি সুগন্ধ ধরে রাখবে।
১৭। সুগন্ধির শিশি সবসময় তুলো বা কাপড়ে জড়িয়ে রাখবেন। তাতে সুগন্ধি ঢের বেশি দিন টিকবে।
১৮। ফ্লাক্সের ভেতরে অংশ ভালভাবে ধুতে হলে ফ্লাক্সে গরম জল ভর্তি করুন। তাতে কয়েক টুকরো কাগজ ফেলে দিন। ঘণ্টাখানেক পর ভাল করে ঝাঁকিয়ে নিয়ে জল ফেলে দিন। ভেতরের যাবতীয় নোংরা পরিষ্কার হয়ে যাবে।
১৯। অনেক সময় ভ্যাকুয়াম ফ্লাক্স দীর্ঘ ব্যবহারের জন্য দুর্গন্ধ হয়। একটি ডিমের খোলা ভেঙে ফ্লাক্সের মধ্যে ফেলুন।
২০। কিছু কিছু অলংকারের তীক্ষ্ণ বা ধারালো প্রান্তের খোঁচায় পোশাক ছিঁড়ে যায় বা সুতো উঠে যায়। সেইসব ধারালো অংশে ন্যাচারাল নেলপালিশ লাগিয়ে দিন। খোঁচা লাগবে না।
২১। কাঠের ওপর বাচ্চারা আঁকিবুঁকি কাটলে তা তুলতে সিগারেটের ছাই খুব ভাল। সিগারেটের ছাই পাতলা কাপড়ে নিয়ে ঘষে ঘষে তোলা যাবে। একই কাজ হবে কেরোসিন দিয়ে।
২২। সিল্কের শাড়ি বা পোশাকে মাড় দিতে হলে, মাড়ের সঙ্গে একটু পাতলা আঠা গুলে নেবেন। পোশাক শুকিয়ে খটখটে করে ইস্ত্রি করবেন। সিল্ক ঝকঝক করবে।
২৩। পঞ্চাশ গ্রাম সাবুদানা জলে ফুটিয়ে স্বচ্ছ করে ছেঁকে নিন। ঠাণ্ডা করে তাতে দু-টেবিল চামচ সাদা ভিনিগার মেশান। এবার এই মিশ্রণটি একটি খালি স্প্রে বটলে ভরে রাখুন। এই তরল ছিটিয়ে ছিটিয়ে ইস্ত্রি করলে তা মাড়ের কাজ করবে। পোশাক নিভাঁজ হবে।
২৪। হেয়ার ড্রায়ার দিয়ে বর্ষার জুতো, ছোটখাটো জামাকাপড় শুকিয়ে নেওয়া যায়।
২৫। বাচ্চাকে স্নান করানোর আগে নীচে তোয়ালে পেতে নেবেন। বাচ্চা হড়কে যাবে না। বসেও আরাম পাবে।
২৬। স্টিলের বাসন থেকে কোম্পানির নাম লেখা স্টিকারটি তোলা এক ঝামেলা। পাত্রের স্টিকার লাগানো অংশের উল্টোপিঠটা তাতিয়ে নিন। স্টিকার এবার সহজে উঠে আসবে।
২৭। নতুন কেনা জিনিসপত্রের ওপর থেকে দামের লেবেল তুলতে খোঁচাখুঁচি করবেন না। লেবেলের ওপর একটু সেলোটেপ চেপে দিন। তারপর সেলোটেপের এক প্রান্ত ধরে টানলে লেবেলটি উঠে যাবে।
২৮। দেওয়ালে পেরেক গাঁথার আগে পেরেকগুলো যদি ফুটন্ত গরম জলে ডুবিয়ে নেন তাহলে হাতুড়ি মারার সময় দেওয়ালের প্লাস্টার খসবে না।
২৯। শক্ত করে মুখ বন্ধ একটি ছোট্ট শিশিতে কর্পূর পুরে যন্ত্রপাতির বাক্সে রেখে দিন। যন্ত্রপাতিতে মরচে পড়বে না।
৩০। বেশ কিছুদিনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছেন ফ্রিজ খালি করে? ডিফ্রস্ট করে তা রেখে গেলেন। কিন্তু এসে দেখলেন দুর্গন্ধ হয়ে গেছে। দুর্গন্ধ দূর করবার জন্য যাওয়ার আগে ফ্রিজে পাতি লেবু রেখে দিন। দুর্গন্ধ হবে না।
৩১। ফ্রিজের বদগন্ধ দূর করতে সর্ষেগুঁড়ো ব্যবহার করতে পারেন। একটা প্লেটে কিছুটা সর্ষেগুঁড়ো ঢেলে তাতে একটু জল দিয়ে রাতভর ফ্রিজে রাখুন এবং ফ্রিজ খোলাই রাখুন। পরের দিন সকালে দেখবেন সব গন্ধ উধাও।
৩২। ব্যবহারের পর তেল বা পানীয়র টেট্রাপ্যাক ফেলে দেবেন না। কেটে ডিপ ফ্রিজে আইস ট্রেতে পেতে দিন। মাছ মাংসের প্যাকেট আটকে যাবে না।
৩৩। প্রেসার কুকারের গ্যাসকেট মাঝে মাঝে ফ্রিজে পুরে রাখবেন। দীর্ঘদিন টিকবে।
৩৪। টর্চের ফেলে দেওয়া ব্যাটারি কিন্তু কোয়ার্টিজ ঘড়িতে এবং রেডিওতে আরও মাস খানেক চলবে।
৩৫। বাড়িতে আঠা ফুরিয়ে গেছে। খামে স্ট্যাম্প লাগাবেন। ন্যাচারাল কালার নেলপালিশ ব্যবহার করুন।
৩৬। সেলোটেপের মুখ খুঁজে পাচ্ছেন না? মিনিট দশেক ফ্রিজে ঢুকিয়ে রেখে দিন। সেলোটেপের রিলটা খুলে আসবে।
৩৭। খামের ওপর ঠিকানা লিখে একটু মোমবাতি ঘষে দেবেন। জল পড়ে কালি থেবড়ে ঠিকানা অস্পষ্ট হয়ে যাবে না।
৩৮। টেবিল বা ক্যাবিনেটের ড্রয়ার অনেক সময় আটকে যায়। স্বচ্ছন্দে খোলা বা বন্ধ করা যায় না। ড্রয়ারের ধারে মোম ঘষে রাখুন। সহজে আটকাবে না।
৩৯। ব্যবহারের পর বাইসাইকেলের টায়ার ভিজে কাপড় দিয়ে মুছে রাখুন। সহজে কাটবে না।
৪০। নখের কোন ভেঙে গেছে। কিন্তু এমারি বোর্ড নেই। একটা দেশলাই কাঠি নিয়ে বারুদের দিকটা ভাঙা জায়গায় ঘষুন। নিমেষে নখ সমান হয়ে যাবে।
৪১। নেলপালিশ শুকিয়ে জমে গেলে ইউক্যালিপটাস তেল দিন। গলে নরম হবে। তবে নেলপালিশ ফ্রিজে রাখলে সহজে শুকোবে না।
৪২। এক লিটার জলে দু’চার চামচ ডিটারজেণ্ট গুলে ঝাঁকিয়ে দিন। এবার স্প্রেগান বা পিচকিরিতে ভরে ঘরের আনাচে কানাচে যেখান আরশোলার উপদ্রব বেশি সেসব জায়গায় স্প্রে করে দিন। আরশোলা মরবে।
৪৩। মোমবাতি জ্বালানোর আগে যদি বার্নিশ লিগিয়ে নিতে পারেন তো সাশ্রয় হবে। সহজে মোম গলবে না।
৪৪। ক্যাণ্ডেল হোল্ডারে মোমবাতি বসানোর আগে একটু তেল মাখিয়ে নেবেন। ফুরিয়ে গেলে জমা মোম তুলতে অসুবিধে হবে না।
৪৫। বোতলের ছিপি খুব শক্ত হয়ে আটকে গেলে, একটা রুমাল গরম জলে ভিজিয়ে নিংড়ে বোতলের ছিপির নীচে জড়িয়ে রাখুন। কিছুক্ষণ পরে ছিপিটি আলগা হয়ে আসবে।
৪৬। যাদের সিলিণ্ডার ক্যারিয়ার নেই তারা থার্মোকলের টুকরোর ওপর গ্যাস সিলিণ্ডার রাখুন। গ্যাস সিলিণ্ডারেও যেমন মরচে পড়বে না, মেঝেও মরচের দাগ থেকে রেহাই পাবে।
৪৭। গ্যাস ওভেন-এ রান্নার সময় কিছু উপচে পড়ে গেলে নুন ছিটিয়ে দিন। ওভেন ঠাণ্ডা হয়ে গেলে পোড়া জিনিসগুলো ভিজে স্পঞ্জ দিয়ে ভালভাবে মুছে দিন।
৪৮। রাতের দিকে বেসিনের পাইপের মুখে মাঝে মাঝে আধ কাপ মত ভিনিগার ঢেলে দেবেন। সকালে দু’মগ জল ঢেলে দিলেই বেসিনের পাইপ পরিষ্কার থাকবে।
৪৯। সিঙ্কের মুখ বন্ধ হয়ে গেলে নুন ফুটিয়ে সিঙ্কের মুখে ঢেলে দিন। পরিষ্কার হয়ে যাবে।
৫০। বালতি বা ড্রাম ফুটো হয়ে গেলে ঐ জায়গা পরিষ্কার করে শুকিয়ে নিয়ে ধুনো গুঁড়ো করে নারকোল তেল এবং সিঁদুর মিশিয়ে মিশ্রণটি লাগান, ফুটো বন্ধ হয়ে যাবে।
৫১। আস্ত ধনেতে পোকা ধরেছে বলে ফেলে দেবেন না। ঘণ্টা খানেক ভিজিয়ে রেখে মাটিতে ছড়িয়ে দিন। ধনে পাতার চাষ হবে আপনার বাগানে।
৫২। দই যদি নষ্ট হয়ে যায় তো ফেলে দেবেন না। বাড়িতে কারি পাতার গাছ থাকলে তার গোড়ায় মাটিতে দিন। এতে পাতার তেজ ও সুগন্ধ দুই-ই বাড়বে।
৫৩। অ্যাকোরিয়ামের জল ফেলে দেবেন না। গাছের গোড়ায় দিন। সার হিসেবে চমৎকার।
৫৪। কাজুবাদাম ব্যবহারের সময় খোসাটা ফেলে দেওয়া হয়। ঐ ফেলে দেওয়া খোসাই গোলাপ গাছের সেরা সার।
৫৫। ব্যবহৃত চা-পাতা ফেলে না দিয়ে ভাল করে রোদে শুকিয়ে নিন। এইভাবে ঐ চা’পাতা ধুনোর বদলে ব্যবহার করুন। শুকনো চা’পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সমস্ত মশা, মাছি পালিয়ে যাবে।
৫৬। মশা তাড়াবার একটা সহজ উপায় হল, কয়েক টুকরো কর্পূর আধকাপ জলে ভিজিয়ে খাটের নীচে রেখে দিন। তারপর নিশ্চিন্তে ঘুমান।
৫৭। কয়লা বা কাঠ-কয়লার আগুনে নিমপাতা পড়লে যে ধোঁয়া হবে তাতে সবংশে মশা পালাবে।
৫৮। লোডশেডিঙের সময় যদি হ্যারিকেন বা কাঁচ ঢাকা বাতিদান জ্বালান তবে তার ওপর দু-একটা ব্যবহৃত মশা মারার রিপেলেন্ট রেখে দেবেন। আলোর সঙ্গে সঙ্গে মশা তাড়ানোর কাজও হবে।
৫৯। প্রতিদিন নিশিন্দা ও নিমপাতার গুঁড়ো ধুনোর সঙ্গে ব্যবহার করলে মশার হাত থেকে রেহাই পাওয়া যায়।
৬০। ঘরের মধ্যে মশার উৎপাত কমাতে চাইলে, ঘরের বৈদ্যুতিক আলোটি হলুদ সেলোফেনে জড়িয়ে দিন। ফলে হলুদ আলো হবে। দেখবেন মশা কমে গেছে, কারণ মশা হলুদ আলো থেকে দূরে থাকতে চায়।
৬১। মাছি তাড়াতে পুদিনা পাতা ব্যবহার করুন। ছোট গ্লাসে একটু জল নিয়ে তাতে ৫/৬ গাছি পুদিনা রেখে দিন খাবার টেবিলে। ৩ দিন অন্তর জল বদলে দেবেন। জল অনুকূল হলে কিছুদিনের মধ্যে পুদিনা চারাও গজিয়ে যাবে গ্লাসে।
৬২। নিমপাতা ভেজানো বা সেদ্ধ জলে ঘর মুছুন। পোকা-মাকড়ের উপদ্রব কমবে। নিমপাতা তোশক বা গদির তলায় রাখুন পোকামাকড় হবে না।
৬৩। অনেক সময় ঘরে বা রান্নাঘরে সাপ ঢুকে যায়। কিছুটা রসুন বেটে কাপড়ে বেঁধে ঘরের কোণে রেখে দিলে ঘরের ভিতর সাপ ঢুকবে না।
৬৪। নিমপাতা পচা সার গাছে পোকা লাগতে দেয় না।
৬৫। বাচ্চাদের ঘরে মাছি, পিঁপড়ে হয়। যদি নুন ছিটিয়ে ঘর মোছা যায়, পিঁপড়ে মাছি কম হবে।
৬৬। আটা, ময়দা, ডাল পোকার হাত থেকে বাঁচতে হলে একমুঠো নিমপাতা শুকিয়ে উপরে ছড়িয়ে দিন, পোকা হবে না।
৬৭। সোনার গয়না দীর্ঘদিন ধরে ব্যবহার করলে ঔজ্জ্বল্য হারিয়ে যায়। ব্যবহার করার পর সিঁদুর মাখিয়ে রাখবেন। চকচক করবে। কুমড়োর রস দিয়েও গয়না পরিষ্কার করা যায়।
৬৮। বিয়ে বাড়িতে বা পার্টিতে যেদিন যাবেন, সোনার গয়নাগুলো কাঁচা হলুদ থেঁতো করে বা হলুদ গুঁড়ো জলে গুলে এক ঘণ্টা ভিজিয়ে ভাল করে মুছে নেবেন। উজ্জ্বলতা বাড়বে।
৬৯। আপনার সোনা-রূপোর গয়না টুথপেস্ট দিয়ে ঘষে নিন। জল দেওয়ার দরকার নেই। শুকনো কাপড়ে পেস্ট মুছে ফেলুন। দেখুন ঝকমকিয়ে উঠবে আপনার গয়না।
৭০। রূপোর জিনিস জলের সঙ্গে নুন আর রিঠা দিয়ে মিনিট পনেরো ফোটালে রূপোর স্বাভাবিক রং ফিরে আসে।
৭১। পাথরের গয়না টুথপেস্ট ঘষে পরিষ্কার করুন। নতুনের মত ঝলমল করবে।
৭২। পেতলের বাসন ঝকঝক করে তুলতে ক’ফোঁটা সেলাই মেশিনের তেলে হলুদ গুঁড়ো মেশান। ঐ তেলে ঘষে তুলুন বাসন। দেখবেন নতুনের মত দেখাচ্ছে।
৭৩। ব্রাসোর সঙ্গে সামান্য পাতিলেবুর রস মিশিয়ে ঘসুণ, কাঁসার জিনিস সোনার মতো ঝকঝক করবে।
৭৪। হলুদ গুঁড়োর সঙ্গে কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে পেতলের বাসন ঘষলে চকচক করবে।
৭৫। রূপোর বাসন, কাঁটা-চামচ বা গয়নাটি তেঁতুল গোলা জলে ফুটিয়ে নিন। ঘষা-মাজা করতে হবে না। ফোটালেই ঝকঝক করবে।
৭৬। এনামেলের বাসন থেকে দাগ তুলতে নুন আর ভিনিগারের মিশ্রণ ব্যবহার করুন।
৭৭। বোন চায়নার বাসনে দাগ ধরে গেলে নেলপালিশ রিমুভার ব্যবহার করতে পারেন। দাগ উঠে যাবে।
৭৮। চাল ধোয়া জলে স্টীল ও কাঁচের বাসন কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর ধুয়ে নিলে বাসনগুলো ঝকঝক করবে।
৭৯। পিতলের বা কাঁসার বাসন দীর্ঘদিন ব্যবহার না করার ফলে দাগ ধরে যায়। মাথার চুল ও সরষের তেল সহযোগে মাজুন, দেখবেন ঝকঝক হয়ে উঠবে।
৮০। রান্না পুড়ে পাত্রের তলায় এঁটে গেছে। পাত্রটিকে নুনজলে ভর্তি করুন। তারপর আঁচে বসান। জল ফুটতে শুরু করলেই পোড়া অংশ আলগা হয়ে উঠে যাবে।
৮১। রান্নার সময় হাতে হলুদেড় দাগ হলে, আলুর খোসা ছাড়িয়ে হাতে ঘষে, হাত ধুয়ে নিলে আর হলুদের দাগ থাকবে না।
৮২। টিন থেকে মরচে তুলতে হলে আলু কেটে বাসন ধোয়ার গুঁড়োয় ডুবিয়ে সেটা দিয়ে ঘষলেই মরচে উঠে যাবে।
৮৩। মরচের দাগ তুলতে হলে ১ কাপ চাল ২ লিটার জলে ফুটিয়ে সারারাত রাখতে হবে। পরের দিন সকালে জলটা ছেঁকে নিয়ে সেই জলে মরচে ধরা জায়গাটা ধুলে ফেলতে হবে। যদি এক দফায় না হয়, আবার একই নিয়মে ধুতে হবে।
৮৪। কফির যদি স্বাদ আরো বাড়াতে চান তাহলে সামান্য টেবিল-সল্ট মিশিয়ে নিন।
৮৫। তুলসীপাতা শুকিয়ে গুঁড়ো করে রাখুন। চা তৈরীর সময় দু-চিমটি লিকারে দিয়ে দেবেন। আরো ভাল স্বাদ আসবে। নানা রোগও আটকাবে।
৮৬। বাড়িতে ঘি তৈরি করার জন্য দুধের সরটা বাটিতে ১/২ চামচ টক দই দিয়ে তার উপর রাখতে হবে। সরটা এমনভাবে রাখতে হবে যাতে পুরো দইটা ঢেকে যায়। এই ভাবে দই এর সাথে সর জমলে সর জমা যে গন্ধ হয় সেটা হবে না।
৮৭। এক টুকরো সন্ধক লবণ ঘি এর শিশির মধ্যে রেখে দিন। এতে ঘি বেশি দিন টাটকা থাকবে, স্বাদেরও পরিবর্তন হবে না।
৮৮। ঘিয়ের গন্ধ বজায় রাখতে হলে ঘি রাখার শিশিতে এক টুকরো আখের গুড় রেখে দিন।
৮৯। ভোজ্য তেলে ৮/১০ টা আস্ত গোলমরিচ ফেলে দিন। তেল দীর্ঘদিন অব্যবহৃত হলেও ভাল থাকবে।
৯০। দই পাতবার সময় দুধের সঙ্গে ১ চামচ কর্ণফ্লাওয়ার গুলে দেবেন। দই অনেক বেশি ঘন হবে।
৯১। গরু বা মোষের দুধ ঠিক সময় মতো গরম না করলে দুধ কেটে যাবার ভয় থাকে। দুধের মধ্যে দু-ফোঁটা সরষের তেল দিয়ে রাখলে দুধ যখনই ফোটান হোক না কেন দুধ কাটবে না।
৯২। দীর্ঘদিন বাইরে পড়ে আছে দুধ। ভয় হচ্ছে আঁচে বসালেই কেটে যাবে। আঁচে বসানোর আগে দুধে ১ চিমটি সোভা-বাই-কার্ব মিশিয়ে নিন। দুধ কাটবে না।
৯৩। দুধ পড়ে গেলে বা দুধ থেকে পোড়া গন্ধ দূর করতে হলে তাতে পান পাতা ফেলে কিছুক্ষণ ফুটিয়ে নিন। পোড়া গন্ধ কেটে যাবে।
৯৪। পিঠে, পাটিসাপ্টা, মালপো প্রভৃতি তৈরি করার সময় গোলায় একটু আটা মিশিয়ে দিলে পিঠে ঠিকভাবে তৈরি হয়।
৯৫। চালের গুঁড়োর পিঠে করলে সাধারণত শক্ত হয়। পিঠে করার আগে যদি চালের গুঁড়োতে কিছুটা খই মাখিয়ে নেওয়া হয় তবে পিঠে নরম হয় এবং খেতেও ভাল লাগে।
৯৬। কেক, পুডিঙের ওপর বাদাম, কাজু বা কিশমিশ সাজিয়ে দেবার আগে, ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পড়ে খসে যাবার ভয় থাকে না।
৯৭। কাস্টার্ড তৈরীর সময় কাপ প্রতি দুধে দু-তিন চামচ মিল্ক পাউডার গুলে নেন তবে চমৎকার আস্বাদ আসবে। তৈরীর পর মোটা চিনির দানা যদি ছড়িয়ে দেন, কাস্টার্ডে সর পড়বে না।
৯৮। ছানা কাটানোর জন্য লেবুর রসের বদলে ফুটন্ত দুধে ১ চামচ দই ফেলে দিন। ছানা নরম হবে।
৯৯। বিস্কুটের টিনে এক টুকরো ব্লটিং পেপার রেখে দিন। বিস্কুট মিইয়ে যাবে না।
১০০। পোড়ামাটির জিনিসপত্র পরিষ্কার রাখতে হলে ওগুলোর ওপর ন্যাচারাল রঙের নেলপালিশ লাগিয়ে দিন। রং অক্ষত থাকবে আর নোংরা হবে না।
Unknown  /  at  6:17 AM  /  No comments

অত্যাবশকীয় ১০০টি সাংসারিক টিপস !!
জেনে রাখুন পরে কাজে লাগবে।
নিজে শিখুন ও অন্যকে জানার সুযোগ দিন।
১। অনেকদিন বন্ধ থাকা বা অব্যবহৃত ঘর খুললে একটা ভ্যাপসা গন্ধ বের হয়। দু-তিনটে দেশলাই কাঠি জ্বালালে দু-তিন মিনিটের মধ্যে ঘর থেকে গন্ধ চলে যাবে।
২। চিনির পাত্রের মধ্যে দু-চারটি লবঙ্গ দিয়ে রাখলে পিঁপড়ে ঢুকবে না।
৩। চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে এক ফোঁটা ভিনিগার দিয়ে কাঁচ পালিশ করুন।
৪। কাঠের আসবাবপত্র ঠাণ্ডা চা-পাতা ফোটানো জল দিয়ে পালিশ করুন। ঝকঝকে হয়ে উঠবে।
৫। ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন। দাগ উঠে যাবে।
৬। ফ্লানেলের টুকরো গ্লিসারিনে ভিজিয়ে দাগধরা জানালার কাঁচে ঘষুন। কাঁচ ঝকঝক করবে। কাঠ বা স্টিলের টেবিলে ঘষুন। সেখানকার দাগ উঠবে।
৭। জানালা, দরজার কাঁচ ঝকঝকে করে তুলতে মিহি চক গুঁড়োর সঙ্গে জল আর স্পিরিট অথবা কেরোসিন মিশিয়ে কিছুক্ষণ কাঁচের ওপর মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে খবরের কাগজ দিয়ে মুছে নিন।
৮। ডিটারজেন্টের সঙ্গে একটা লেবুর রস ও এক চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের টাইলস ঘষে দেখুন, কেমন ঝকঝক করে।
৯। হাতব্যাগের ধাতব অংশগুলিতে ন্যাচারাল কালারের নেলপালিশের এক প্রস্থ প্রলেপ দিয়ে রাখুন। সহজে বিবর্ণ হবে না।
১০। ছোট্ট একটুকরো ফ্লানেল বা কম্বলের কাপড়ে পাতিলেবুর রস মাখিয়ে চামড়ার ব্যাগ বা স্যুটকেশে ঘষলে। চামড়ার ঔজ্বল্ল্য বাড়বে।
১১। ঘরে চড়ুই পাখি বাসা বাঁধতে চায়। যদি চড়ুই পাখি তাড়াতে চান তাহলে ঘরের দরজা জানালা বন্ধ করে দু-চার টুকরো কর্পূর জ্বালিয়ে দিন। আর ঘরমুখো হবে না।
১২। গ্যাসস্টোভের বার্নারে ময়লা ঢুকে গেলে বাড়িতে পরিষ্কার করার সহজ উপায় হল অ্যালুমিনিয়াম স্টিল বা লোহার বালতিতে ফুটন্ত জল ঢেলে তাতে দু টেবিল চামচ ড্রেনেক্স (Drainex) পাউডার গুলে বার্নার দুটি তার মধ্যে দু ঘণ্টা ডুবিয়ে রাখুন। জলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ধুয়ে নিন।
১৩। গরম পোশাক বা সিল্কের পোশাক ধোওয়ার পর যদি ইউক্যালিপটাস তেল মেশানো জলে ডুবিয়ে নেন তাহলে পোকায় কাটার ভয় থাকবে না। পোশাকের ঔজ্বল্ল্য বাড়বে। এক বালতি জলে তেলের পরিমাণ হবে দু-টেবিল চামচ।
১৪। উলের পোশাক ধোওয়ার পর এক বালতি জলে আধ চামচ গ্লিসারিন দিয়ে তাতে ডুবিয়ে নিন। পোশাকের নরম ভাব বজায় থাকবে।
১৫। বাচ্চাদের জামাকাপড় বা কাঁথায় যদি তার বমির দুর্গন্ধ থেকে যায়, তবে কাচার পর জলে আধ চামচ বেকিং সোডা মিশিয়ে তাতে জামাকাপড় ডুবিয়ে নেবেন। দুর্গন্ধ দূর হবে।
১৬। ইস্ত্রি করার সময় কাপড়ে যে জল ছেটান তাতে কয়েক ফোঁটা পারফিউম ফেলে দিন। ইস্ত্রি হওয়া গোটা কাপড়টি সুগন্ধ ধরে রাখবে।
১৭। সুগন্ধির শিশি সবসময় তুলো বা কাপড়ে জড়িয়ে রাখবেন। তাতে সুগন্ধি ঢের বেশি দিন টিকবে।
১৮। ফ্লাক্সের ভেতরে অংশ ভালভাবে ধুতে হলে ফ্লাক্সে গরম জল ভর্তি করুন। তাতে কয়েক টুকরো কাগজ ফেলে দিন। ঘণ্টাখানেক পর ভাল করে ঝাঁকিয়ে নিয়ে জল ফেলে দিন। ভেতরের যাবতীয় নোংরা পরিষ্কার হয়ে যাবে।
১৯। অনেক সময় ভ্যাকুয়াম ফ্লাক্স দীর্ঘ ব্যবহারের জন্য দুর্গন্ধ হয়। একটি ডিমের খোলা ভেঙে ফ্লাক্সের মধ্যে ফেলুন।
২০। কিছু কিছু অলংকারের তীক্ষ্ণ বা ধারালো প্রান্তের খোঁচায় পোশাক ছিঁড়ে যায় বা সুতো উঠে যায়। সেইসব ধারালো অংশে ন্যাচারাল নেলপালিশ লাগিয়ে দিন। খোঁচা লাগবে না।
২১। কাঠের ওপর বাচ্চারা আঁকিবুঁকি কাটলে তা তুলতে সিগারেটের ছাই খুব ভাল। সিগারেটের ছাই পাতলা কাপড়ে নিয়ে ঘষে ঘষে তোলা যাবে। একই কাজ হবে কেরোসিন দিয়ে।
২২। সিল্কের শাড়ি বা পোশাকে মাড় দিতে হলে, মাড়ের সঙ্গে একটু পাতলা আঠা গুলে নেবেন। পোশাক শুকিয়ে খটখটে করে ইস্ত্রি করবেন। সিল্ক ঝকঝক করবে।
২৩। পঞ্চাশ গ্রাম সাবুদানা জলে ফুটিয়ে স্বচ্ছ করে ছেঁকে নিন। ঠাণ্ডা করে তাতে দু-টেবিল চামচ সাদা ভিনিগার মেশান। এবার এই মিশ্রণটি একটি খালি স্প্রে বটলে ভরে রাখুন। এই তরল ছিটিয়ে ছিটিয়ে ইস্ত্রি করলে তা মাড়ের কাজ করবে। পোশাক নিভাঁজ হবে।
২৪। হেয়ার ড্রায়ার দিয়ে বর্ষার জুতো, ছোটখাটো জামাকাপড় শুকিয়ে নেওয়া যায়।
২৫। বাচ্চাকে স্নান করানোর আগে নীচে তোয়ালে পেতে নেবেন। বাচ্চা হড়কে যাবে না। বসেও আরাম পাবে।
২৬। স্টিলের বাসন থেকে কোম্পানির নাম লেখা স্টিকারটি তোলা এক ঝামেলা। পাত্রের স্টিকার লাগানো অংশের উল্টোপিঠটা তাতিয়ে নিন। স্টিকার এবার সহজে উঠে আসবে।
২৭। নতুন কেনা জিনিসপত্রের ওপর থেকে দামের লেবেল তুলতে খোঁচাখুঁচি করবেন না। লেবেলের ওপর একটু সেলোটেপ চেপে দিন। তারপর সেলোটেপের এক প্রান্ত ধরে টানলে লেবেলটি উঠে যাবে।
২৮। দেওয়ালে পেরেক গাঁথার আগে পেরেকগুলো যদি ফুটন্ত গরম জলে ডুবিয়ে নেন তাহলে হাতুড়ি মারার সময় দেওয়ালের প্লাস্টার খসবে না।
২৯। শক্ত করে মুখ বন্ধ একটি ছোট্ট শিশিতে কর্পূর পুরে যন্ত্রপাতির বাক্সে রেখে দিন। যন্ত্রপাতিতে মরচে পড়বে না।
৩০। বেশ কিছুদিনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছেন ফ্রিজ খালি করে? ডিফ্রস্ট করে তা রেখে গেলেন। কিন্তু এসে দেখলেন দুর্গন্ধ হয়ে গেছে। দুর্গন্ধ দূর করবার জন্য যাওয়ার আগে ফ্রিজে পাতি লেবু রেখে দিন। দুর্গন্ধ হবে না।
৩১। ফ্রিজের বদগন্ধ দূর করতে সর্ষেগুঁড়ো ব্যবহার করতে পারেন। একটা প্লেটে কিছুটা সর্ষেগুঁড়ো ঢেলে তাতে একটু জল দিয়ে রাতভর ফ্রিজে রাখুন এবং ফ্রিজ খোলাই রাখুন। পরের দিন সকালে দেখবেন সব গন্ধ উধাও।
৩২। ব্যবহারের পর তেল বা পানীয়র টেট্রাপ্যাক ফেলে দেবেন না। কেটে ডিপ ফ্রিজে আইস ট্রেতে পেতে দিন। মাছ মাংসের প্যাকেট আটকে যাবে না।
৩৩। প্রেসার কুকারের গ্যাসকেট মাঝে মাঝে ফ্রিজে পুরে রাখবেন। দীর্ঘদিন টিকবে।
৩৪। টর্চের ফেলে দেওয়া ব্যাটারি কিন্তু কোয়ার্টিজ ঘড়িতে এবং রেডিওতে আরও মাস খানেক চলবে।
৩৫। বাড়িতে আঠা ফুরিয়ে গেছে। খামে স্ট্যাম্প লাগাবেন। ন্যাচারাল কালার নেলপালিশ ব্যবহার করুন।
৩৬। সেলোটেপের মুখ খুঁজে পাচ্ছেন না? মিনিট দশেক ফ্রিজে ঢুকিয়ে রেখে দিন। সেলোটেপের রিলটা খুলে আসবে।
৩৭। খামের ওপর ঠিকানা লিখে একটু মোমবাতি ঘষে দেবেন। জল পড়ে কালি থেবড়ে ঠিকানা অস্পষ্ট হয়ে যাবে না।
৩৮। টেবিল বা ক্যাবিনেটের ড্রয়ার অনেক সময় আটকে যায়। স্বচ্ছন্দে খোলা বা বন্ধ করা যায় না। ড্রয়ারের ধারে মোম ঘষে রাখুন। সহজে আটকাবে না।
৩৯। ব্যবহারের পর বাইসাইকেলের টায়ার ভিজে কাপড় দিয়ে মুছে রাখুন। সহজে কাটবে না।
৪০। নখের কোন ভেঙে গেছে। কিন্তু এমারি বোর্ড নেই। একটা দেশলাই কাঠি নিয়ে বারুদের দিকটা ভাঙা জায়গায় ঘষুন। নিমেষে নখ সমান হয়ে যাবে।
৪১। নেলপালিশ শুকিয়ে জমে গেলে ইউক্যালিপটাস তেল দিন। গলে নরম হবে। তবে নেলপালিশ ফ্রিজে রাখলে সহজে শুকোবে না।
৪২। এক লিটার জলে দু’চার চামচ ডিটারজেণ্ট গুলে ঝাঁকিয়ে দিন। এবার স্প্রেগান বা পিচকিরিতে ভরে ঘরের আনাচে কানাচে যেখান আরশোলার উপদ্রব বেশি সেসব জায়গায় স্প্রে করে দিন। আরশোলা মরবে।
৪৩। মোমবাতি জ্বালানোর আগে যদি বার্নিশ লিগিয়ে নিতে পারেন তো সাশ্রয় হবে। সহজে মোম গলবে না।
৪৪। ক্যাণ্ডেল হোল্ডারে মোমবাতি বসানোর আগে একটু তেল মাখিয়ে নেবেন। ফুরিয়ে গেলে জমা মোম তুলতে অসুবিধে হবে না।
৪৫। বোতলের ছিপি খুব শক্ত হয়ে আটকে গেলে, একটা রুমাল গরম জলে ভিজিয়ে নিংড়ে বোতলের ছিপির নীচে জড়িয়ে রাখুন। কিছুক্ষণ পরে ছিপিটি আলগা হয়ে আসবে।
৪৬। যাদের সিলিণ্ডার ক্যারিয়ার নেই তারা থার্মোকলের টুকরোর ওপর গ্যাস সিলিণ্ডার রাখুন। গ্যাস সিলিণ্ডারেও যেমন মরচে পড়বে না, মেঝেও মরচের দাগ থেকে রেহাই পাবে।
৪৭। গ্যাস ওভেন-এ রান্নার সময় কিছু উপচে পড়ে গেলে নুন ছিটিয়ে দিন। ওভেন ঠাণ্ডা হয়ে গেলে পোড়া জিনিসগুলো ভিজে স্পঞ্জ দিয়ে ভালভাবে মুছে দিন।
৪৮। রাতের দিকে বেসিনের পাইপের মুখে মাঝে মাঝে আধ কাপ মত ভিনিগার ঢেলে দেবেন। সকালে দু’মগ জল ঢেলে দিলেই বেসিনের পাইপ পরিষ্কার থাকবে।
৪৯। সিঙ্কের মুখ বন্ধ হয়ে গেলে নুন ফুটিয়ে সিঙ্কের মুখে ঢেলে দিন। পরিষ্কার হয়ে যাবে।
৫০। বালতি বা ড্রাম ফুটো হয়ে গেলে ঐ জায়গা পরিষ্কার করে শুকিয়ে নিয়ে ধুনো গুঁড়ো করে নারকোল তেল এবং সিঁদুর মিশিয়ে মিশ্রণটি লাগান, ফুটো বন্ধ হয়ে যাবে।
৫১। আস্ত ধনেতে পোকা ধরেছে বলে ফেলে দেবেন না। ঘণ্টা খানেক ভিজিয়ে রেখে মাটিতে ছড়িয়ে দিন। ধনে পাতার চাষ হবে আপনার বাগানে।
৫২। দই যদি নষ্ট হয়ে যায় তো ফেলে দেবেন না। বাড়িতে কারি পাতার গাছ থাকলে তার গোড়ায় মাটিতে দিন। এতে পাতার তেজ ও সুগন্ধ দুই-ই বাড়বে।
৫৩। অ্যাকোরিয়ামের জল ফেলে দেবেন না। গাছের গোড়ায় দিন। সার হিসেবে চমৎকার।
৫৪। কাজুবাদাম ব্যবহারের সময় খোসাটা ফেলে দেওয়া হয়। ঐ ফেলে দেওয়া খোসাই গোলাপ গাছের সেরা সার।
৫৫। ব্যবহৃত চা-পাতা ফেলে না দিয়ে ভাল করে রোদে শুকিয়ে নিন। এইভাবে ঐ চা’পাতা ধুনোর বদলে ব্যবহার করুন। শুকনো চা’পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সমস্ত মশা, মাছি পালিয়ে যাবে।
৫৬। মশা তাড়াবার একটা সহজ উপায় হল, কয়েক টুকরো কর্পূর আধকাপ জলে ভিজিয়ে খাটের নীচে রেখে দিন। তারপর নিশ্চিন্তে ঘুমান।
৫৭। কয়লা বা কাঠ-কয়লার আগুনে নিমপাতা পড়লে যে ধোঁয়া হবে তাতে সবংশে মশা পালাবে।
৫৮। লোডশেডিঙের সময় যদি হ্যারিকেন বা কাঁচ ঢাকা বাতিদান জ্বালান তবে তার ওপর দু-একটা ব্যবহৃত মশা মারার রিপেলেন্ট রেখে দেবেন। আলোর সঙ্গে সঙ্গে মশা তাড়ানোর কাজও হবে।
৫৯। প্রতিদিন নিশিন্দা ও নিমপাতার গুঁড়ো ধুনোর সঙ্গে ব্যবহার করলে মশার হাত থেকে রেহাই পাওয়া যায়।
৬০। ঘরের মধ্যে মশার উৎপাত কমাতে চাইলে, ঘরের বৈদ্যুতিক আলোটি হলুদ সেলোফেনে জড়িয়ে দিন। ফলে হলুদ আলো হবে। দেখবেন মশা কমে গেছে, কারণ মশা হলুদ আলো থেকে দূরে থাকতে চায়।
৬১। মাছি তাড়াতে পুদিনা পাতা ব্যবহার করুন। ছোট গ্লাসে একটু জল নিয়ে তাতে ৫/৬ গাছি পুদিনা রেখে দিন খাবার টেবিলে। ৩ দিন অন্তর জল বদলে দেবেন। জল অনুকূল হলে কিছুদিনের মধ্যে পুদিনা চারাও গজিয়ে যাবে গ্লাসে।
৬২। নিমপাতা ভেজানো বা সেদ্ধ জলে ঘর মুছুন। পোকা-মাকড়ের উপদ্রব কমবে। নিমপাতা তোশক বা গদির তলায় রাখুন পোকামাকড় হবে না।
৬৩। অনেক সময় ঘরে বা রান্নাঘরে সাপ ঢুকে যায়। কিছুটা রসুন বেটে কাপড়ে বেঁধে ঘরের কোণে রেখে দিলে ঘরের ভিতর সাপ ঢুকবে না।
৬৪। নিমপাতা পচা সার গাছে পোকা লাগতে দেয় না।
৬৫। বাচ্চাদের ঘরে মাছি, পিঁপড়ে হয়। যদি নুন ছিটিয়ে ঘর মোছা যায়, পিঁপড়ে মাছি কম হবে।
৬৬। আটা, ময়দা, ডাল পোকার হাত থেকে বাঁচতে হলে একমুঠো নিমপাতা শুকিয়ে উপরে ছড়িয়ে দিন, পোকা হবে না।
৬৭। সোনার গয়না দীর্ঘদিন ধরে ব্যবহার করলে ঔজ্জ্বল্য হারিয়ে যায়। ব্যবহার করার পর সিঁদুর মাখিয়ে রাখবেন। চকচক করবে। কুমড়োর রস দিয়েও গয়না পরিষ্কার করা যায়।
৬৮। বিয়ে বাড়িতে বা পার্টিতে যেদিন যাবেন, সোনার গয়নাগুলো কাঁচা হলুদ থেঁতো করে বা হলুদ গুঁড়ো জলে গুলে এক ঘণ্টা ভিজিয়ে ভাল করে মুছে নেবেন। উজ্জ্বলতা বাড়বে।
৬৯। আপনার সোনা-রূপোর গয়না টুথপেস্ট দিয়ে ঘষে নিন। জল দেওয়ার দরকার নেই। শুকনো কাপড়ে পেস্ট মুছে ফেলুন। দেখুন ঝকমকিয়ে উঠবে আপনার গয়না।
৭০। রূপোর জিনিস জলের সঙ্গে নুন আর রিঠা দিয়ে মিনিট পনেরো ফোটালে রূপোর স্বাভাবিক রং ফিরে আসে।
৭১। পাথরের গয়না টুথপেস্ট ঘষে পরিষ্কার করুন। নতুনের মত ঝলমল করবে।
৭২। পেতলের বাসন ঝকঝক করে তুলতে ক’ফোঁটা সেলাই মেশিনের তেলে হলুদ গুঁড়ো মেশান। ঐ তেলে ঘষে তুলুন বাসন। দেখবেন নতুনের মত দেখাচ্ছে।
৭৩। ব্রাসোর সঙ্গে সামান্য পাতিলেবুর রস মিশিয়ে ঘসুণ, কাঁসার জিনিস সোনার মতো ঝকঝক করবে।
৭৪। হলুদ গুঁড়োর সঙ্গে কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে পেতলের বাসন ঘষলে চকচক করবে।
৭৫। রূপোর বাসন, কাঁটা-চামচ বা গয়নাটি তেঁতুল গোলা জলে ফুটিয়ে নিন। ঘষা-মাজা করতে হবে না। ফোটালেই ঝকঝক করবে।
৭৬। এনামেলের বাসন থেকে দাগ তুলতে নুন আর ভিনিগারের মিশ্রণ ব্যবহার করুন।
৭৭। বোন চায়নার বাসনে দাগ ধরে গেলে নেলপালিশ রিমুভার ব্যবহার করতে পারেন। দাগ উঠে যাবে।
৭৮। চাল ধোয়া জলে স্টীল ও কাঁচের বাসন কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর ধুয়ে নিলে বাসনগুলো ঝকঝক করবে।
৭৯। পিতলের বা কাঁসার বাসন দীর্ঘদিন ব্যবহার না করার ফলে দাগ ধরে যায়। মাথার চুল ও সরষের তেল সহযোগে মাজুন, দেখবেন ঝকঝক হয়ে উঠবে।
৮০। রান্না পুড়ে পাত্রের তলায় এঁটে গেছে। পাত্রটিকে নুনজলে ভর্তি করুন। তারপর আঁচে বসান। জল ফুটতে শুরু করলেই পোড়া অংশ আলগা হয়ে উঠে যাবে।
৮১। রান্নার সময় হাতে হলুদেড় দাগ হলে, আলুর খোসা ছাড়িয়ে হাতে ঘষে, হাত ধুয়ে নিলে আর হলুদের দাগ থাকবে না।
৮২। টিন থেকে মরচে তুলতে হলে আলু কেটে বাসন ধোয়ার গুঁড়োয় ডুবিয়ে সেটা দিয়ে ঘষলেই মরচে উঠে যাবে।
৮৩। মরচের দাগ তুলতে হলে ১ কাপ চাল ২ লিটার জলে ফুটিয়ে সারারাত রাখতে হবে। পরের দিন সকালে জলটা ছেঁকে নিয়ে সেই জলে মরচে ধরা জায়গাটা ধুলে ফেলতে হবে। যদি এক দফায় না হয়, আবার একই নিয়মে ধুতে হবে।
৮৪। কফির যদি স্বাদ আরো বাড়াতে চান তাহলে সামান্য টেবিল-সল্ট মিশিয়ে নিন।
৮৫। তুলসীপাতা শুকিয়ে গুঁড়ো করে রাখুন। চা তৈরীর সময় দু-চিমটি লিকারে দিয়ে দেবেন। আরো ভাল স্বাদ আসবে। নানা রোগও আটকাবে।
৮৬। বাড়িতে ঘি তৈরি করার জন্য দুধের সরটা বাটিতে ১/২ চামচ টক দই দিয়ে তার উপর রাখতে হবে। সরটা এমনভাবে রাখতে হবে যাতে পুরো দইটা ঢেকে যায়। এই ভাবে দই এর সাথে সর জমলে সর জমা যে গন্ধ হয় সেটা হবে না।
৮৭। এক টুকরো সন্ধক লবণ ঘি এর শিশির মধ্যে রেখে দিন। এতে ঘি বেশি দিন টাটকা থাকবে, স্বাদেরও পরিবর্তন হবে না।
৮৮। ঘিয়ের গন্ধ বজায় রাখতে হলে ঘি রাখার শিশিতে এক টুকরো আখের গুড় রেখে দিন।
৮৯। ভোজ্য তেলে ৮/১০ টা আস্ত গোলমরিচ ফেলে দিন। তেল দীর্ঘদিন অব্যবহৃত হলেও ভাল থাকবে।
৯০। দই পাতবার সময় দুধের সঙ্গে ১ চামচ কর্ণফ্লাওয়ার গুলে দেবেন। দই অনেক বেশি ঘন হবে।
৯১। গরু বা মোষের দুধ ঠিক সময় মতো গরম না করলে দুধ কেটে যাবার ভয় থাকে। দুধের মধ্যে দু-ফোঁটা সরষের তেল দিয়ে রাখলে দুধ যখনই ফোটান হোক না কেন দুধ কাটবে না।
৯২। দীর্ঘদিন বাইরে পড়ে আছে দুধ। ভয় হচ্ছে আঁচে বসালেই কেটে যাবে। আঁচে বসানোর আগে দুধে ১ চিমটি সোভা-বাই-কার্ব মিশিয়ে নিন। দুধ কাটবে না।
৯৩। দুধ পড়ে গেলে বা দুধ থেকে পোড়া গন্ধ দূর করতে হলে তাতে পান পাতা ফেলে কিছুক্ষণ ফুটিয়ে নিন। পোড়া গন্ধ কেটে যাবে।
৯৪। পিঠে, পাটিসাপ্টা, মালপো প্রভৃতি তৈরি করার সময় গোলায় একটু আটা মিশিয়ে দিলে পিঠে ঠিকভাবে তৈরি হয়।
৯৫। চালের গুঁড়োর পিঠে করলে সাধারণত শক্ত হয়। পিঠে করার আগে যদি চালের গুঁড়োতে কিছুটা খই মাখিয়ে নেওয়া হয় তবে পিঠে নরম হয় এবং খেতেও ভাল লাগে।
৯৬। কেক, পুডিঙের ওপর বাদাম, কাজু বা কিশমিশ সাজিয়ে দেবার আগে, ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পড়ে খসে যাবার ভয় থাকে না।
৯৭। কাস্টার্ড তৈরীর সময় কাপ প্রতি দুধে দু-তিন চামচ মিল্ক পাউডার গুলে নেন তবে চমৎকার আস্বাদ আসবে। তৈরীর পর মোটা চিনির দানা যদি ছড়িয়ে দেন, কাস্টার্ডে সর পড়বে না।
৯৮। ছানা কাটানোর জন্য লেবুর রসের বদলে ফুটন্ত দুধে ১ চামচ দই ফেলে দিন। ছানা নরম হবে।
৯৯। বিস্কুটের টিনে এক টুকরো ব্লটিং পেপার রেখে দিন। বিস্কুট মিইয়ে যাবে না।
১০০। পোড়ামাটির জিনিসপত্র পরিষ্কার রাখতে হলে ওগুলোর ওপর ন্যাচারাল রঙের নেলপালিশ লাগিয়ে দিন। রং অক্ষত থাকবে আর নোংরা হবে না।

Posted in: , Read Complete Article»

0 comments:

Wednesday, November 15, 2017

GHUMHEEN EKHON ( ঘুমহীন এখন ) Bangla LYRICS - Adit | Shuvro | Official BENGALI SONG 2017 Music Video

Ghumheen Ekhon

Adit Introducing Shuvro
Lyrics & Tune - Shuvro
Music By Adit
Saxophone - Pavel
Mixed By Adit
Mastered By Pritom Hasan

Directed By Adit
Cinematographer : Raju Raaj
Edited By Bammy Rahman
Color : Taneem Rahman Angshu




হঠাৎ করে তুমি এলে,
আমারই শূন্য ঘরে। 
কেন যে এমন মনে হয়,
গপ চলে গোপনে । 

রাতের আঁধারকে তুচ্ছ করে,
 চোখ বুজে দুজনে । 

দুটি মন, ঘুমহীন এখন,
কেবলই স্পর্শের বাইরে । 
পৃথিবী ঘুম মৃদু সুরে,
চোখ বুজে খুঁজে পাই রে । 

তাকিয়ে মেঘের কিনারে,
হারিয়ে সময়। 
কাগজের রঙিন তুলিতে,
দুটি মন মিশে রয় । 

রাতের আঁধারকে তুচ্ছ করে,
 চোখ বুজে দুজনে । 

দুটি মন, ঘুমহীন এখন,
কেবলই স্পর্শের বাইরে । 
পৃথিবী ঘুম মৃদু সুরে,
চোখ বুজে খুঁজে পাই রে । 

রাতের অজানায়, তোমায় খুঁজে পাই 
তাঁরাদের সাথে । 
দুটি মন আজ একসাথে মিশে রয় । 

দুটি মন......  দুটি মন
দুটি মন, ঘুমহীন এখন,
কেবলই স্পর্শের বাইরে । 
পৃথিবী ঘুম মৃদু সুরে,
চোখ বুজে খুঁজে পাই রে । - X2



Video Song

Tags:- adit feat, adit ontohin songs,original song khmer 2017, khmer original song download, bammy singer, khmer original song download, niloya, bangla song, adit tax, adit tunnel, adit singer, adit france, adit computer course, adit name, adit syllabus, adit past papers, adit ontohin songs, ontohin album mp3 free download, adit all mp3 song, ontohin movie, elita and mahadi hridoy mp3 free download, hridoyer jhore feat. adit, hridoyer jhore feat. adit mp3, aaj ei akash mp3, khmer original song 2017 new, adit khmer song mp3, khmer original song new, khmer original song mp3 download, khmer original song collection,
Unknown  /  at  8:37 PM  /  No comments

Ghumheen Ekhon

Adit Introducing Shuvro
Lyrics & Tune - Shuvro
Music By Adit
Saxophone - Pavel
Mixed By Adit
Mastered By Pritom Hasan

Directed By Adit
Cinematographer : Raju Raaj
Edited By Bammy Rahman
Color : Taneem Rahman Angshu




হঠাৎ করে তুমি এলে,
আমারই শূন্য ঘরে। 
কেন যে এমন মনে হয়,
গপ চলে গোপনে । 

রাতের আঁধারকে তুচ্ছ করে,
 চোখ বুজে দুজনে । 

দুটি মন, ঘুমহীন এখন,
কেবলই স্পর্শের বাইরে । 
পৃথিবী ঘুম মৃদু সুরে,
চোখ বুজে খুঁজে পাই রে । 

তাকিয়ে মেঘের কিনারে,
হারিয়ে সময়। 
কাগজের রঙিন তুলিতে,
দুটি মন মিশে রয় । 

রাতের আঁধারকে তুচ্ছ করে,
 চোখ বুজে দুজনে । 

দুটি মন, ঘুমহীন এখন,
কেবলই স্পর্শের বাইরে । 
পৃথিবী ঘুম মৃদু সুরে,
চোখ বুজে খুঁজে পাই রে । 

রাতের অজানায়, তোমায় খুঁজে পাই 
তাঁরাদের সাথে । 
দুটি মন আজ একসাথে মিশে রয় । 

দুটি মন......  দুটি মন
দুটি মন, ঘুমহীন এখন,
কেবলই স্পর্শের বাইরে । 
পৃথিবী ঘুম মৃদু সুরে,
চোখ বুজে খুঁজে পাই রে । - X2



Video Song

Tags:- adit feat, adit ontohin songs,original song khmer 2017, khmer original song download, bammy singer, khmer original song download, niloya, bangla song, adit tax, adit tunnel, adit singer, adit france, adit computer course, adit name, adit syllabus, adit past papers, adit ontohin songs, ontohin album mp3 free download, adit all mp3 song, ontohin movie, elita and mahadi hridoy mp3 free download, hridoyer jhore feat. adit, hridoyer jhore feat. adit mp3, aaj ei akash mp3, khmer original song 2017 new, adit khmer song mp3, khmer original song new, khmer original song mp3 download, khmer original song collection,

Posted in: , , Read Complete Article»

0 comments:

Wednesday, November 8, 2017

Benefit of cauliflower ফুলকপির গুণাগুণ

সবজি অনেকের পছন্দের আবার অনেকের কাছে একদমই ভালো লাগে না, আসছে শীতকাল আর হরেক রকমের সবজি ! তাহলে আজকে জেনে নেই ফুলকপির গুণাবলী।
ফুলকপির গুণাগুণ :
১. রক্ত পরিষ্কারক। 
২. উচ্চমানের আঁশযুক্ত। 
৩. ক্যান্সারের ঝুঁকি কমায়। 
৪. স্বল্প মাত্রায় ক্যালরি যুক্ত।
৫. গর্ভাবস্থায় স্বাস্থ্য সহায়ক।
৬. প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সি যুক্ত।
৭. প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত।











Tags:- মজাদার ফুলকপির ১২টি অজানা স্বাস্থ্য উপকারিতা, ক্যালসিয়ামে ভরপুর ফুলকপি, ফুলকপির তরকারি, ফুলকপি রান্নার রেসিপি, ফুলকপির রোস্ট, ফুলকপি রেসিপি, ফুলকপি ফ্রাই রেসিপি, ফুলকপি ভাজি, ফুলকপি উপকারিতা, বাঁধাকপি, Cauliflower, আলু আর ফুলকপির দিয়ে সবজি, Nutrition Facts, cauliflower indian recipes, cauliflower benefits, cauliflower cheese recipes, easy cauliflower recipes, cauliflower roasted, cauliflower nutrition facts, cauliflower vs broccoli, cauliflower pronunciation, ফুলকপির চার পদ, ফুলকপির উপকারিতা, রেসিপি, আলু-ফুলকপির তরকারি, নিরামিষ আলু ফুলকপির ডালনা,
Unknown  /  at  5:44 PM  /  No comments

সবজি অনেকের পছন্দের আবার অনেকের কাছে একদমই ভালো লাগে না, আসছে শীতকাল আর হরেক রকমের সবজি ! তাহলে আজকে জেনে নেই ফুলকপির গুণাবলী।
ফুলকপির গুণাগুণ :
১. রক্ত পরিষ্কারক। 
২. উচ্চমানের আঁশযুক্ত। 
৩. ক্যান্সারের ঝুঁকি কমায়। 
৪. স্বল্প মাত্রায় ক্যালরি যুক্ত।
৫. গর্ভাবস্থায় স্বাস্থ্য সহায়ক।
৬. প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সি যুক্ত।
৭. প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত।











Tags:- মজাদার ফুলকপির ১২টি অজানা স্বাস্থ্য উপকারিতা, ক্যালসিয়ামে ভরপুর ফুলকপি, ফুলকপির তরকারি, ফুলকপি রান্নার রেসিপি, ফুলকপির রোস্ট, ফুলকপি রেসিপি, ফুলকপি ফ্রাই রেসিপি, ফুলকপি ভাজি, ফুলকপি উপকারিতা, বাঁধাকপি, Cauliflower, আলু আর ফুলকপির দিয়ে সবজি, Nutrition Facts, cauliflower indian recipes, cauliflower benefits, cauliflower cheese recipes, easy cauliflower recipes, cauliflower roasted, cauliflower nutrition facts, cauliflower vs broccoli, cauliflower pronunciation, ফুলকপির চার পদ, ফুলকপির উপকারিতা, রেসিপি, আলু-ফুলকপির তরকারি, নিরামিষ আলু ফুলকপির ডালনা,

Posted in: , , Read Complete Article»

0 comments:

Recent Comments

Copyright © 2013 ForingTv. WP Theme-junkie converted by Bloggertheme9
Blogger templates. Proudly Powered by Blogger.