Thursday, June 22, 2017

Shuto Kata Ghuri By Prottoy Khan Bangla Song Lyrics

Unknown  /  at  10:32 PM  /  No comments

Song : Shuto Kata Ghuri
Singer : Prottoy Khan
Lyric : Mehedi Hasan Limon
Tune : Nazir Mahamud
Music : Prottoy Khan
Album : Oporadhi
Label : Central Music and Video [CMV]
Released Date : 25-12-2016
Produced and Distributed by Central Music and Video [CMV].



মনটা আমার , সুতো কাটা ঘুরি
মনটা আমার , সুতো কাটা ঘুরি ।

যতদূরেই যাক , আছি শুধু তোরই
যতদূরেই যাক , আছি শুধু তোরই ।

দিনে রাতে চিন্তাতে থাকি যে বিভোর,
ভালোবেসে মরতে রাজি,
বাঁচবো বড়জোর ।

মনটা আমার, সুতো কাটা ঘুরি
মনটা আমার , সুতো কাটা ঘুরি ।

শিশির মাখা ভোর হয়ে যা তুই,
আমার দিন সাজাই ।
হৃদয় আমার বোঝে যতখানি,
তুই আছিস পুরোটাই ।

তোকে ভেবে কাটে আমার সারা প্রহর ।
দিনে রাতে চিন্তাতে থাকি যে বিভোর ,
ভালোবেসে মরতে রাজি,
বাঁচবো বড়জোর ।

মনটা আমার , সুতো কাটা ঘুরি
মনটা আমার , সুতো কাটা ঘুরি ।

আমার বিকেলে সুখ হয়ে যা তুই ,
সারা নিশি ভোর ।
তোর হাসি করেছে নাজেহাল ,
কাটেনা তোর এই ঘোর ।

বড় বেশি একা লাগে হারালে আদর ।

দিনে রাতে চিন্তাতে থাকি যে বিভোর ,
ভালোবেসে মরতে রাজি, বাঁচবো বড়জোর ।




Tags:- 

Share
Posted in: , Posted on: Thursday, June 22, 2017

0 comments:

Recent Comments

Copyright © 2013 ForingTv. WP Theme-junkie converted by Bloggertheme9
Blogger templates. Proudly Powered by Blogger.