AMI PORE THAKI ( আমি পড়ে থাকি ) BANGLA LYRICS - TAHSAN & ELITA
VOYANGKOR SUNDOR MOVIE SONG
Singer : Tahsan & Elita
Movie : Voyangkor Sundor
Lyric : Asif Iqbal
Tune & Music : Emon Saha
Label : G Series
Lyrics
আমি পড়ে থাকি ... মেঠো সবুজে,
তুমি আকাশে ... খোলা নীড়ে।
আমার ভাল লাগা ... দোয়েল- শ্যামা,
তোমার ভাল লাগা শঙ্খচিলে।
আমার ভাল লাগে,
ঝলমলে উৎসবে,
তোমার সাদামাটা আয়োজন।
আমি ভেসে যাই, উচ্ছাসে আনন্দে,
তুমি ভেবে সারা, এতো কি প্রয়োজন।
আমরা দুজনা দুরকম,
তবু কথা যেন মিল অন্যরকম।
আমরা দুজনা দুরকম । - X2
আমার ভালো লাগে...... চঞ্চলা নদী,
তোমার তীরে...... জাগা গাস ফুল,
আমার ভালো লাগে ......... বেহিসাবি জীবন,
তুমি চাও... সব নির্ভুল।
আমি পরে থাকি এক রোখা জিদে,
তুমি সারাক্ষণ আপসে
আমি ঘুমাই ভাবনাহীন সুখে,
তুমি কি হবে ভাবো বসে
আমরা দুজনা দুরকম,
তবু কথা যেন মিল অন্যরকম। -X2
আমি পরে থাকি, আমি পরে থাকি,
আমি পরে থাকি, আমি পরে থাকি হম হম হম হম
Video Song Link
.
Tags:- Tahsan & elita song collection, tahsan new video song, tahsan song, tahsan new song list, tahsan all song, tahsan video collection, elita song collection, elita video song, elita hd song, tahsan hd video song,
0 comments: