Wednesday, May 3, 2017

Ghum By Habib Wahid Bangla song lyrics.

Unknown  /  at  10:56 PM  /  No comments

Singer: Habib Wahid 
Lyrics: Suhrid Sufiun 
Compose: Habib Wahid 
Label: Sangeeta

মনের বনে বৃষ্টি ভীষণ , 
বৃষ্টি মানে ,
ঝুম  হায়রে আমার চোখের কোনে তুই  হয়ে যা ঘুম ।  
দিন গড়িয়ে , 
সন্ধ্যে ছুঁয়ে রাত  হলো  নিঝুম ... ।  
হায়রে আমার চোখের কোনে  তুই হয়ে যা ঘুম ।  

ঢেউ ভোলা ঐ নদীর বুকেও , 
জল করে থৈ থৈ  আমার বুকে আষাঢ় শ্রাবণ , 
তুই হারালি কই ?  - (২ বার)

ইচ্ছে করে ভাবতে থাকি আকাশ  আর কুসুম  । 
 হায়রে আমার চোখের কোনে  তুই হয়ে যা ঘুম ।  

আজকে রাতে উষ্ণ হাতে  তুই আমাকে ছুঁলে ,  
আরো কিছু ভালোলাগা জুটবে কদম ফুলে ।  - (২ বার)

ইচ্ছে করে ভাবতে থাকি আকাশ  
আর কুসুম  ।  
হায়রে আমার চোখের কোনে তুই হয়ে যা ঘুম ।  

মনের বনে বৃষ্টি ভীষণ , 
বৃষ্টি মানে, 
ঝুম  হায়রে আমার চোখের কোনে তুই  
হয়ে যা ঘুম ।  
দিন গড়িয়ে , 
সন্ধ্যে ছুঁয়ে রাত হলো নিঝুম ... ।  
হায়রে আমার চোখের কোনে 
তুই হয়ে যা ঘুম ।

Tags:-  Habib wahid new song collection,

Share
Posted in: , Posted on: Wednesday, May 3, 2017

0 comments:

Recent Comments

Copyright © 2013 ForingTv. WP Theme-junkie converted by Bloggertheme9
Blogger templates. Proudly Powered by Blogger.