শিরোনামঃ নেই তুমি
কন্ঠঃ সঞ্জয়
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ ওয়ারফেজ
.
Tags:- Bangla band song lyrics, bangla new song lyrics, warface song lyrics, warface song collection,
কন্ঠঃ সঞ্জয়
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ ওয়ারফেজ
জোছনার আলোর মত এসেছিলে তুমি
রংধনুর রং হয়ে এঁকেছিলে ছবি
হঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী
নিঃসঙ্গ আজ এই যে আমি
খুজে ফিরি আজো কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছো তুমি মনের আয়নায়
মনে পড়ে সেই দিনগুলো, আনমোনে বলতে তুমি
যাবে না আমায় ফেলে কভু অন্য ভুবনে
হঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী
নিঃসঙ্গ আজ এই যে আমি
খুজে ফিরি আজো কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছো তুমি মনের আয়নায়
একসাথে কত তারাগনা, অভিমানে নীরবতা
কখনো বা আবেগে শুধু জড়াতে আমায়
হঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী
নিঃসঙ্গ আজ এই যে আমি
খুজে ফিরি আজো কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছো তুমি মনের আয়নায়
জোছনার আলোর মত এসেছিলে তুমি
রংধনুর রং হয়ে এঁকেছিলে ছবি
হঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী
নিঃসঙ্গ আজ এই যে আমি
খুজে ফিরি আজো কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছো তুমি মনের আয়নায়
.
Tags:- Bangla band song lyrics, bangla new song lyrics, warface song lyrics, warface song collection,
0 comments: