Tuesday, May 30, 2017

Ney Tumi Bangla Lyrics - Warface

Unknown  /  at  10:43 PM  /  No comments

শিরোনামঃ নেই তুমি
কন্ঠঃ সঞ্জয়
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ ওয়ারফেজ


জোছনার আলোর মত এসেছিলে তুমি
রংধনুর রং হয়ে এঁকেছিলে ছবি
হঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী
নিঃসঙ্গ আজ এই যে আমি
খুজে ফিরি আজো কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছো তুমি মনের আয়নায়
মনে পড়ে সেই দিনগুলো, আনমোনে বলতে তুমি
যাবে না আমায় ফেলে কভু অন্য ভুবনে
হঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী
নিঃসঙ্গ আজ এই যে আমি
খুজে ফিরি আজো কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছো তুমি মনের আয়নায়
একসাথে কত তারাগনা, অভিমানে নীরবতা
কখনো বা আবেগে শুধু জড়াতে আমায়
হঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী
নিঃসঙ্গ আজ এই যে আমি
খুজে ফিরি আজো কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছো তুমি মনের আয়নায়
জোছনার আলোর মত এসেছিলে তুমি
রংধনুর রং হয়ে এঁকেছিলে ছবি
হঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী
নিঃসঙ্গ আজ এই যে আমি
খুজে ফিরি আজো কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছো তুমি মনের আয়নায়






.
Tags:- Bangla band song lyrics, bangla new song lyrics, warface song lyrics, warface song collection, 

Share
Posted in: , Posted on: Tuesday, May 30, 2017

0 comments:

Recent Comments

Copyright © 2013 ForingTv. WP Theme-junkie converted by Bloggertheme9
Blogger templates. Proudly Powered by Blogger.